মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা
রাজধানীর রমনা এলাকার মগবাজারে মায়ের সঙ্গে অভিমান করে নওরিন (১৮) নামে কলেজছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার (৭ জানুয়ারি) বেলা ৩টার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকেল ৪টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের খালা ডলি ঢাকা পোস্টকে বলেন, সে হলিক্রস কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। যতটুকু জানতে পেরেছি ওর মায়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য হয়। পরে এসে নিজের রুমে গলায় ফাঁস দেয়। কি নিয়ে মনোমালিন্য হয় সেটি এখনও জানতে পারিনি। মেয়েকে হারিয়ে তার মা বারবার মূর্ছা যাচ্ছে।
তিনি জানান, কলেজছাত্রী নওরিন রমনা থানার মগবাজারের গাবতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ