রাজধানীর মিরপুর-১ এ মোহাম্মদিয়া আবাসিক হোটেলে আবুল কাসেম (৫৫) নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

উদ্ধার করে নিয়ে আসা হোটেল ম্যানেজার পারভেজ ঢাকা পোস্টকে বলেন, রাত তখন ১২টার দিকে হোটেলের সিঁড়ি বেয়ে আবুল কাশেম নামে একজন পাঁচতলায় আমাদের হোটেলে আসেন। আসার পর তিনি আমাদের কাছে একটি রুম চান। এরপর তার অস্থির লাগতেছে বলে আমাদের কাছে পানি চান। পানি খাওয়ার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার অস্থির লাগছে’। তাকে বারবার বলছিলাম আপনার আত্মীয়র কারও নাম্বার আছে। পরে তাকে আমরা ৩-৪ জনে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে ডাক্তার জানায় তিনি মারা গেছেন।

তিনি আরও বলেন, তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে জানা যায় তার নাম আবুল কাশেম। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার রাধাপুর গ্রামে। পরে আমাকে ফাড়ির পুলিশ আটক করে ক্যাম্পের নিয়ে যায়।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মৃতের কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় পাওয়া যায়। আমরা হোটেল ম্যানেজারকে আটক করেছিলাম পরে তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে।

এসএএ/আইএসএইচ