না ফেরার দেশে ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী
সংগৃহীত ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর সহধর্মিণী ও তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুদিন পূর্বেই মাহমুদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর পর করোনা নেগেটিভ আসলেও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।
বিজ্ঞাপন
করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত থেকে মাহমুদা বেগমের শারীরিক অবস্থা আরও অবনতি হয়। পরে তাকে গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তার টার্মিনাল স্টেজের কথা জানান।
গতকাল অক্সিজেন সেচুরেশন ভালো থাকলেও আজ তা ৬৫ থেকে ৭০-এ নেমে যায়। এদিকে তার রক্তচাপের অবস্থাও ছিলো নন রেকর্ডেবল। দেশবাসীর কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন এবিএম আবদুল্লাহ।
বিজ্ঞাপন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর থেকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। এর দুইদিন পর করোনা পজিটিভ হলে তার স্ত্রীকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবিএম আবদুল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরছেন।
অধ্যাপক মাহমুদা বেগম তেজগাঁও সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর হিসেবে অবসর নিয়েছেন।
টিআই/এমএইচএস