এমপি জিন্নাহর দেড় কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ
দেড় কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বিকেলে দুদক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
অনুসন্ধানী প্রতিবেদনে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৭৭০ টাকার জ্ঞাতআয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এমপি শরিফুল ইসলামের বিরুদ্ধ সম্পদ ভােগ দখলে রেখে মিথ্যা তথ্যে সম্পদ বিবরণী দাখিলেরও অভিযোগ আনা হয়েছে। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মনিলন্ডারিং প্রতিরােধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাক্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞাপন
আরএম/এসএম