জাকের সুপার মার্কেটের সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন জাকের সুপার মার্কেটের সার্বিক সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা। রোববার এক সংবাদ সম্মেলন থেকে সার্বিক সমস্যার সমাধান চান তারা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২, ব্লক- এ, বি, সি (জাকের সুপার মার্কেট)- এর প্রায় ১ হাজার ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে ২০২০ সালের ৮ ডিসেম্বর। এর আগে মার্কেটের মেয়াদোত্তীর্ণ সভাপতি দেলোয়ার হোসেন দিলু তিনটি মার্কেটের খোলা জায়গা, বারান্দা, বাথরুম ভেঙে দোকান নির্মাণ করে সাধারণ ব্যবসায়ীদের নিকট লাখ লাখ টাকায় অন্যায় ভাবে বিক্রি করেছেন এবং সিটি করপোরেশন থেকে স্থায়ীভাবে দোকান বরাদ্দ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, অনেকটা সময় গেলেও তিনি ব্যবসায়ীদের দোকানগুলো বৈধ করে দেননি।
বিজ্ঞাপন
তারা বলেন, আমরা ব্যবসায়ীরা এসব সমস্যার অবসান চাই। আমরা সরকারকে রাজস্ব দেওয়াসহ সিটি করপোরেশনের যাবতীয় কর দিয়ে ব্যবসা চালাই। দেশ আজ উন্নয়নের দ্রুত বাহনে। আমরা ব্যবসায়ীরা এর অংশীদার হতে চাই। সুতরাং আমাদের নিরাপত্তা অতীব জরুরি। আমাদের অভিভাবক, ন্যায় ও সততার প্রতীক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস আমাদের আশ্বস্ত করেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মার্কেটগুলোর প্রতিনিধি নির্বাচিত করা হবে এবং নির্বাচিত কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের চিন্তা করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর সাধারণ সভার মাধ্যমে একটি নির্বাচন কমিশনার গঠন ও নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।
তারা আরও বলেন, তফসিল অনুযায়ী গত ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেলোয়ার হোসেন দিলু ভুয়া বাদী বানিয়ে মহামান্য হাইকোর্ট কর্তৃক রিট পিটিশনের মাধ্যমে নির্বাচন বন্ধ করে দেন। তবে জাকের, নগর, সিটি প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা এখন ঐক্যবদ্ধ। দিলুর সমস্ত অপকর্মের বিরুদ্ধে সোচ্চার তারা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, নগরপিতা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, দুদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তা কামনা করছি।
বিজ্ঞাপন
জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতা ওবায়েদ উল্লাহ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির নেতা নূর মিয়া, মহিউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, আলমগীর হোসেন, আব্দুল হান্নান প্রমুখ।
এএসএস/আরএইচ