গুলিস্তানে ফুটপাত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে জানান তিনি আগেই মারা গেছেন।
উদ্ধার করে নিয়ে আসা পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এনামুল ঢাকা পোস্টকে বলেন, সকালে আমরা খবর পাই মহানগর নাট্যমঞ্চের ফুটপাতে এক অজ্ঞাত পরিচয়ের মহিলা পড়ে আছেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশপাশের লোক মুখে জানতে পারি তিনি ভাসমান মহিলা ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশের এই কর্মকর্তা জানান, আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গুলিস্তান থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক জানান তিনি মারা গেছেন। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।
বিজ্ঞাপন
এসএএ/এসএসএইচ