সাবেক কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরী/ ছবি: সংগৃহীত

এক কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দাখিল করবেন।

সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি ঢাকা পোস্ট-কে জানিয়েছেন। তার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ জুলাই মামলাটি দায়ের করা হয়েছিল।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, শাহাবুদ্দীন নগরীর বিরুদ্ধে এক কোটি ৬৪ লাখ টাকা ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ ভোগ দখলে রাখা এবং দুদকে মিথ্যা তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করার অভিযোগ আনা হয়েছে। 
তিনি ২০১৬ সালের ২৬ ডিসেম্বর কমিশনের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। শাহাবুদ্দীন নাগরী সর্বশেষ ঢাকায় কর্মরত অবস্থায় অবসরে যান।

কবি ও গীতিকার হিসেবে পরিচিত শাহাবুদ্দিন নাগরী ঢাকার নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে খুনের মামলারও আসামি। এই মামলায় নাগরী এবং ওই ব্যবসায়ীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। কয়েকদিন কারাভোগের পর জামিনে আছেন শাহাবুদ্দিন নাগরী।

গাড়ির নিলামে ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে শাহাবুদ্দীন নাগরীসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০০৯ সালের অপর এক মামলা বিচারাধীন রয়েছে চট্টগ্রামের আদালতে। চট্টগ্রামের মোহরা এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান আলী তৎকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহের আদালতে সাত জনের বিরুদ্ধে এ মামলা করেছিলেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে দুদক মামলাটির তদন্তভার গ্রহণ করেছিল।

আরএম/এফআর