দুর্ঘটনাকবলিত বোট এফবি আল্লাহর দানসহ ২০ জেলেকে হস্তান্তর
দুর্ঘটনাকবলিত বাংলাদেশি বোট এফবি আল্লাহর দানসহ ২০ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ৭ ডিসেম্বর ভোলা জেলার চরফ্যাশন থেকে 'এফবি আল্লাহর দান' ফিশিং ভেসেল মাঝিসহ ২০ জন ক্রু নিয়ে সমুদ্রে যায়। ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে গত ১১ ডিসেম্বর ভেসেলটি ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়।
দীর্ঘ ১৫ দিন সমুদ্রে সংকটাপূর্ণ অবস্থায় থাকার পর গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড বোটটিকে শনাক্ত করে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।
বিজ্ঞাপন
পরে গত ৯ জানুয়ারি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সমঝোতার মাধ্যমে বিসিজিএস স্বাধীন বাংলা বাংলাদেশ ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সারোজিনি নাইডু থেকে ফিশিং ভেসেলটি গ্রহণ করে।
তিনি আরও বলেন, এরপর আজ কোস্ট গার্ড পশ্চিম জোনের মাধ্যমে এফবি আল্লাহর দান বোট এবং ২০ জন জেলেকে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জেইউ/জেডএস