জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে নাফিসার নিয়োগ আদেশটি বাতিল করা হয়।

একইসঙ্গে জারি করা নতুন প্রজ্ঞাপনে নীলফামারীর ডিসি হিসেবে কৃষিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীনকে নিয়োগ দিয়েছে সরকার।

উল্লেখ্য, গত বুধবার (৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নাফিসা আরেফিনকে নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. হাফিজুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়।

এসএইচআর/এসকেডি