রাজধানীর শনির আখড়া খাল পরিদর্শনে গিয়ে খালপাড়ে অবৈধভাবে নির্মাণ করা অস্থায়ী সব দোকান উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শনির আখড়া আন্ডারপাস সংলগ্ন খাল পরিদর্শন করেন তিনি।

খালপাড়ে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মেয়র তাপস বলেন, খালটি অরক্ষিত অবস্থায় আছে। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে এলাকাবাসী শনির আখড়া আন্ডারপাস সংলগ্ন জীর্ণ প্রায় রাস্তার পাশে কালভার্ট-রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলছেন, শনির আখড়ায় আন্ডারপাস লাগোয়া কালভার্ট ও ভাঙা রাস্তার জন্য অনেক দুর্ঘটনায় ঘটেছে। এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। সংকট সমাধানে দ্রুত একটি কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

সম্প্রতি এলাকাবাসী এক মানববন্ধনে বলেন, গত চার মাসে ৬৩টি দুর্ঘটনায় ১৬ জন গুরুতর আহত হয়েছেন। অনেক দিন ধরেই শনির আখড়ার এই রাস্তার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন যানবাহন উল্টে যায়। খালে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার।

শনির আখড়া খাল ও আন্ডারপাস পরিদর্শনের সময় ডিএসসিসি মেয়র তাপসের সঙ্গে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর শ্যামপুরের বড়ইতলী, সালাউদ্দিন স্কুল ও জিয়া সরণি অংশ পরিদর্শনের কথা রয়েছে।

এএসএস/ওএফ