কমছে শীত আর শৈত্যপ্রবাহের দাপট
লাগাতার শৈত্যপ্রবাহ ও শীতের দাপট কিছুটা কমতে শুরু করেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়েছে তাপমাত্রা। ধীরে ধীরে এভাবে তাপমাত্রা বাড়তে থাকবে। চলতি মাসের প্রথম সপ্তাহ শেষে শৈত্যপ্রবাহ আর থাকছে না।
বুধবার (৩ ফেব্রুয়ারি) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, সারাদেশের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়তে শুরু করেছে। দিন ও রাতের তাপমাত্রায় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টা পর্যন্ত তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরকম প্রায় সব এলাকাতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
সারাদেশের শৈত্যপ্রবাহের বিস্তৃতিও কমে গেছে উল্লেখ করে এ আবহাওয়াবিদ বলেন, অনেক এলাকা থেকেই শৈত্যপ্রবাহ উঠে গেছে। পরবর্তীতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। তারপরও আবহাওয়ার পরিস্থিতি যেকোনও সময়ে পরিবর্তন হতে পারে।
বিজ্ঞাপন
এদিকে ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, চলতি মাসের শেষদিকে বজ্র ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসে দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কৃষি আবহাওয়ায় বলা হয়েছে, বার্ষিক দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৭৫ মি.মি. থেকে ৩ দশমিক ৭৫ মি.মি. এ থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগসহ কিছু কিছু জায়গায় মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকা থেকে কমে যেতে পারে।
একে/ওএফ