চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে হত্যাসহ ৬ মামলার আসামি রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম তৌহিদকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৪ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়েছে।

তৌহিদুল ইসলামরা রাঙ্গুনিয়া উপজেলার পিয়ার মোহাম্মদ বাড়ির মো. আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে। 

শনিবার (১৫ জানুয়ারি) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাঙ্গুনিয়া থানার রানীরহাট এলাকা থেকে তৌহিদুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।

তিনি বলেন, তৌহিদুল রাঙ্গুনিয়া এলাকায় জনসাধারণের মনে আতংক সৃষ্টি করার জন্য এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে সর্বদা অবৈধ অস্ত্র বহন করে এবং অস্ত্রের মহড়া দিত বলে জানতে পেরেছি।
 
তিনি আরও বলেন, তৌহিদুলের বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা ছাড়াও চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৬টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/এইচকে