নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তৈমূর এর আগে বিএনপির হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনে লড়েছেন। কিন্তু এবার নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এজন্য দল তাকে শাস্তি দিয়েছে। 

এ কেন্দ্রে তৈমূর আলম খন্দকার ভোট দেবেন বলে সকাল থেকেই সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষা করছেন সাংবাদিকরা। তাদের সংখ্যা উপস্থিত  ভোটারদের চেয়ে অনেক বেশি। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরজু মিয়া ঢাকা পোস্টকে জানান, এ কেন্দ্রে মোট ৩ হাজার ২৮৭ জন ভোটার রয়েছে। সবগুলোই পুরুষ ভোটার। 

দীপ্ত টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আহাদ হোসেন টুটুল ঢাকা পোস্টকে বলেন, আমি সকাল ৭টায় এখানে এসেছি। ৮টায় ভোট শুরু হলেও ভোটারদের উপস্থিতি একেবারেই কম। 

তিনি আরও বলেন, আমি অনান্য অনেক নির্বাচন কাভার করেছি। সেগুলোতে দেখেছি, সকাল থেকেই ভোটাররা ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে থাকেন। কিন্তু এখানে এখন পর্যন্ত তেমন দীর্ঘ লাইন চোখে পড়েনি। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো মনে হচ্ছে।

বিডি নিউজের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ভোটারদের সংখ্যা অত্যন্ত কম দেখছি। এটা আশাব্যাঞ্জক নয়। শীতকাল বলে হয়তো মানুষ বের হতে সময় নিচ্ছে। বেলা বাড়ার সাথে-সাথে ভোটারদের সংখ্যাও বাড়তে পারে।

রোববার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভী। এর আগে দুবার নাসিকের মেয়র নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়ালঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ১১১ জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন চারজন।

এসএইচআর/এনএফ