অনুমতি পাননি ৪২ কর্মকর্তা, ডিসিদের ব্যাখ্যা চায় ভূমি মন্ত্রণালয়
সংগৃহীত ছবি
২০তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে দুই পর্যায়ে মোট ৬০ জন সহকারী কমিশনারকে (ভূমি) প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে ৪২ জনকে এখনও অবমুক্ত (ডিসির অনুমতি) করা হয়নি। এ কারণে জেলা প্রশাসকদের (ডিসি) ব্যাখ্যা চেয়েছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশের সব ডিসিদের ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত বিসিএস ক্যাডারের কর্মকর্তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিভিন্ন বিভাগে ন্যস্ত করা হয়ে থাকে। ন্যস্ত হওয়া সহকারী কমিশনার ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ ছাড়া পদায়িত হলে তাদের কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রশিক্ষণ ছাড়া সহকারী কমিশনারদের পদায়ন সঠিক নয় মর্মে ভূমিমন্ত্রী মত প্রকাশও করেছেন এবং এক মাসের বেসিক প্রশিক্ষণ দেওয়ার পর তাদের মাঠ পর্যায়ে পদায়নের নির্দেশনা দিয়েছেন।’
বিজ্ঞাপন
গত ২১ এবং ২৭ জানুয়ারি দুটি স্মারকে ২০তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে দুই পর্যায়ে মোট ৬০ জন সহকারী কমিশনারকে প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হয়। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পাঠানো প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন কারণে মনোনীত ৪২ জন কর্মকর্তাকে অবমুক্ত করা হয়নি। ২০তম ভূমি ব্যবস্থাপনা কোর্সে ৬০ জন সহকারী কমিশনারকে মনোনয়ন দেওয়া হলেও তাদের মধ্যে মাত্র ১৮ জন কর্মকর্তা এ কোর্সে যোগ দিয়েছেন।
এতে আরও বলা হয়, ‘কর্মকর্তারা যোগদান না করায় প্রশিক্ষণের জন্য যে ব্যয় হচ্ছে তার বেশিরভাগ অংশের অপচয় হচ্ছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যারা সহকারী কমিশনারদের অবমুক্ত করেননি তাদের ওপর দায় বর্তায়। এ প্রশিক্ষণ ছাড়া মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সহকারী কমিশনাররা নানা ধরনের ভুলত্রুটি করছে, যার দায়ভারও নিয়ন্ত্রণকারী কর্মকর্তার ওপর বর্তায়। এ অবস্থায় বর্ণিত কর্মকর্তাদের কেন অবমুক্ত করা হয়নি, এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
বিজ্ঞাপন
এসএইচআর/এমএইচএস