ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ: ছবি- সংগৃহীত
দুইদিনের সফরে আগামী ৮ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ। তার এই সফরে দেশটির বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়া এবং দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হতে পারে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি ঢাকা সফরের কথা রয়েছে। আশা করা হচ্ছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে পলিমাটি রপ্তানি ও জাহাজ চলাচলে চুক্তি হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র বলছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। আব্দুল্লা শহীদের এই সফরে দেশটিতে অবস্থান করা বাংলাদেশিকর্মীদের বিভিন্ন সমস্যা আলোচনার টেবিলে রাখার পাশাপাশি করোনাভাইরাস মহামারির কারণে দেশে এসে আটকেপড়াদের নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরবে ঢাকা। এছাড়া ঢাকা ও মালের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হবে।
ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা ৪ লাখ। দেশটিতে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন।
বিজ্ঞাপন
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে ৩ লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এরমধ্যে মালদ্বীপ থেকে ফেরত এসেছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি কর্মী।
গত নভেম্বরের শুরুর দিকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন আব্দুল্লা শহীদ। সেই ফোনালাপে বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়ার আগ্রহ প্রকাশ করে দেশটি।
এনআই/জেডএস