তিন বছরের বেশি সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে শিগগিরই বিদায় নিচ্ছেন আর্ল মিলার। ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে বিদায় নিলেও সবসময় হৃদয়ে এক টুকরো বাংলাদেশ বহন করবেন বলে জানিয়েছেন মিলার।

সোমবার (১৭ জানুয়ারি) আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) পক্ষ থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সম্ভাষণ জানানো হয়। এ সময় তিনি এ কথা বলেন বলে এক বার্তায় জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত মিলারকে আজ আমেরিকান চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এক হৃদয়গ্রাহী বিদায় সম্ভাষণ জানানো হয়। প্রতিষ্ঠানের সদস্যরা তাকে বাংলাদেশের জন্য সেবা ও সহায়তার জন্য ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরিতে জোরালো ভূমিকার জন্য রাষ্ট্রদূত অ্যামচেম সদস্যদের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মিলার বলেন, রাষ্ট্রদূত হিসেবে আমার বিদায় জানানোর সময় এসেছে। কিন্তু আমি বাংলাদেশকে বিদায় জানাব না, কারণ আমি সবসময় এক টুকরো বাংলাদেশ আমার হৃদয়ে বহন করব।

এনআই/আইএসএইচ