রাজধানীর পল্টন মোড়ে আকাশ পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রহমত উল্লাহ (৪৫) নামের এক ব্যবসায়ী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া রহমতউল্লাহর ভাই মিন্টু ঢাকা পোস্টকে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে আমার ভাইয়ের ইলেকট্রনিকস সামগ্রীর দোকান আছে। তিনি মাল কিনতে ঢাকায় আসার সময় আকাশ পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ভাইয়ের মোবাইল থেকে বাসের হেলপার ফোন করে আমাদের জানালে আমি এসে ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। এরপর পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসকরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রেফার্ড করেন।

তিনি আরও বলেন, প্রতারক চক্রটি তার কাছ থেকে কত টাকা নিয়েছে সেটা বলতে পারব না। জ্ঞান ফিরলে জানা যাবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পল্টন মোড়ে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অচেতন এক ব্যক্তিকে ঢামেকে আনা হয়েছিল। পরে তার পাকস্থলী পরিষ্কার করে মিডফোর্ড হাসপাতালে পাঠায় চিকিৎসক।

এসএএ/আইএসএইচ