নিরাপদ সড়ক ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ১১দফা দাবি নিয়ে রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে রামপুরার আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। যেগুলোতে লেখা রয়েছে- ‘নিরাপদ সড়ক চাই, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, লড়াই করুন’, ‘বাসে নারী যাত্রীদের সম্মান দিতে হবে’, ‘আমরা আছি থাকব, যুগে যুগ লড়ব’ ইত্যাদি।

কর্মসূচির সমন্বয়কারী সোহাগী সামিয়া বলেন, এখন পর্যন্ত আমাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া পাইনি। বাসের মালিক পক্ষ বাধ্য হয়ে হাফ পাস নিশ্চিত করলেও সেটা জনগণবান্ধব নয়। সরকারি দিবসগুলোতে এখনও হাফ ভাড়া নেওয়া হয় না।

তিনি বলেন, আমরা প্রশাসনকে সময় দিয়েছি। কিন্তু তারা আমাদের দাবির বিষয়ে নিশ্চুপ। আমরা আজ এক ঘণ্টার মতো রাস্তার পাশে অবস্থান নিয়েছি। পাঁচ ছয় দিন পর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে। যা করলে দাবি আদায় হবে, এবার আমরা সেটাই করব।

এএজে/আইএসএইচ