রাজধানীর সবুজবাগ থানার কাঠেরপুল এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে লামিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

পরে শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহতের শ্বশুর শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় আমার ছেলে রুবেলকে তার স্ত্রী বাণিজ্য মেলায় নিয়ে যেতে বলে। ছেলের কাছে টাকা না থাকায় যে যেতে চায়নি। এ নিয়ে রুবেলের সঙ্গে মনোমালিন্য হয়। পরে আমার ছেলে তার ১১ মাসের বাচ্চাকে নিয়ে ঘর থেকে রেরিয়ে রাস্তার দিকে যায়। এ সময় তার স্ত্রী সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়। খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আমাদের বাসা সবুজবাগের থানার কাঠেরপুল এলাকায়। 

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, বাণিজ্য মেলায় নিয়ে না যাওয়ায় ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এসএএ/ওএফ