রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট প্রাথমিকভাবে যায়। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যেহেতু এটি বৈদ্যুতিক সাব স্টেশন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমাদের তদন্ত প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাবে না কি কারণে আগুন লেগেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।

এমএসি/এসএসএইচ