ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাসের কনস্যুলার বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়, দূতাবাসের কয়েকজন কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এ কারণে ২৫ জানুয়ারি থেকে দূতাবাসের কনস্যুলার বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রয়োজনীয় কোয়ারেন্টাইন সুবিধা এবং অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ই-মেইলে (consuldhaka@mofa.go.kr) যোগাযোগ করার অনুরোধ করেছে দূতাবাস।

এনআই/আরএইচ