এ কে এম হুমায়ুন কবীর/ ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় আইসোলেশনে আছেন বলে ঢাকা পোস্টকে জানান এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।

অন্যদিকে, এনআইডির মহাপরিচালক ও দুই পরিচালকসহ সাতজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছে এনআইডির মানবসম্পদ এবং প্রশিক্ষণ ইউনিট উইংয়ের সহকারী পরিচালক ফারহানা ফাতেমা। বুধবার ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এনআইডি মহাপরিচালক ও এনআইডির সহকারী পরিচালক এসব তথ্য জানান।

জানা গেছে, বর্তমানে অতি গুরুত্বপূর্ণ ফাইল জরুরি প্রয়োজনে এনআইডি মহাপরিচালক বাসায় বসে স্বাক্ষর করছেন। মহাপরিচালক ঢাকা পোস্টকে বলেন, যেই কাজগুলো করা জরুরি, সেগুলো করতে হচ্ছে। তবে আমার থেকে আর যেন কারো করোনা না হয়, সেজন্য অতি গুরুত্বপূর্ণ ছাড়া কোনো ফাইলে সই করা হচ্ছে না।

এনআইডির মানবসম্পদ এবং প্রশিক্ষণ ইউনিট উইংয়ের সহকারী পরিচালক ফারহানা ফাতেমা ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত এনআইডির সাত জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। ডিজি স্যারসহ দুই পরিচালক স্যার করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। তবে কর্মচারীদের হিসেব আমার কাছে নেই।

এসআর/এইচকে