যাত্রী সেজে কক্সবাজার থেকে ইয়াবা এনে ধরা পাঁচ কারবারি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি একটি বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে।
বিজ্ঞাপন
ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে অভিযান চালিয়ে মাদক কারবারি সোহাগ চৌধুরী (২৫), রিয়াজুল ইসলাম (২৪), আফরিজ চৌধুরী শাওন (২৫), মো. শাওন (২০) ও মাহাবুবুল আলম শুভকে (২৫) গ্রেফতার করে। তাদের নিকট থেকে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘ দিন ধরে পরস্পর যোগসাজশে অধিক লাভের জন্য কক্সবাজার থেকে ইয়াবা কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/ওএফ