চীনা নাগরিকের টাকা ছোড়ার ঘটনা
তদন্তে ‘দোষ’ না পাওয়ায় সেই ২ পুলিশ সদস্যকে দায়িত্বে পুনর্বহাল
রাজধানীর তেজগাঁওয়ের রাওয়া ক্লাবের সামনে এক ট্রাফিক পুলিশকে চীনা নাগরিকের টাকা ছুড়ে মারার ঘটনায় ‘ক্লোজড’ হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই পুলিশ সদস্যকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। তদন্তে কোনো ‘দোষ’ না পাওয়ায় কাজে ফেরানো হয়েছে তাদের।
ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, চীনা নাগরিক টাকা ছোড়ার ঘটনার প্রকৃত রহস্য জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থের ঘটনাস্থলে উপস্থিত থাকা দুই পুলিশ সদস্য টিএসআই হারুন সরকার ও কনস্টেবল রুহুল আমিনকে ক্লোজড করে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে তদন্ত প্রতিবেদনে ওই দুই পুলিশ সদস্যদের কোনো দোষ না পাওয়ায় তাদের পুনরায় নিজ দায়িত্বে বহাল করা হয়।
বিজ্ঞাপন
আরও জানা যায়, শুক্রবার (২৮ জানুয়ারি) ক্লোজড দুই পুলিশ সদস্য তাদের নিজ নিজ অফিসে আসেন। শনিবার থেকে তারা আনুষ্ঠানিকভাবে আবার নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেন।
রোববার (৩০ জানুয়ারি) ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ঘটনার তদন্ত শেষ হয়েছে। তদন্তে আমাদের কর্তব্যরত দুই পুলিশ সদস্যের কোনো দোষ পাওয়া যায়নি। তারা সম্পূর্ণ নির্দোষ। তারা ঘটনার সময় শুধুমাত্র নিজেদের দায়িত্ব পালন করেছে। তাদের কোনো দোষ না থাকায় আবার দায়িত্বে ফিরেছেন।
এর আগে গত রোববার (২০ জানুয়ারি) ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, যেহেতু এ ঘটনায় তদন্ত চলছে, সেহেতু ওই দিন ঘটনাস্থলে কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ সদস্যকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমাদের তদন্তে তাদের কোনো দোষ পাওয়া যায়নি। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আসবে। তদন্ত প্রতিবেদন আসলে তাদের আবার দায়িত্বে বহাল করা হবে।
তিনি আরও বলেছিলেন, ওই চীনা নাগরিক এসেছিলেন। তিনি এ ঘটনায় আমাদের কাছে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তিনি লিখিত ভাবেও আমাদের কাছে সরি বলেছেন।
সম্প্রতি রাওয়া ক্লাবের সামনে এক চীনা নাগরিক ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে টাকা ছুড়ে মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই চীনা নাগরিক কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস’।
এমএসি/এসএসএইচ