জেসিআই ঢাকা ইস্টের আয়োজনে ‘প্রজেক্ট অ্যাঞ্জেল-লাইট অব হোপ’
‘প্রজেক্ট এঞ্জেল-লাইট অফ হোপ’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইস্ট। শনিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বনানীতে জাগো বাংলাদেশের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
জেসিআই ঢাকা ইস্ট একটি ছায়া কর্মসূচির সূচনা করেছে। যেখানে সংগঠনটির সদস্যরা এক বছরের জন্য কয়েকজন শিশুর শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদার দায়িত্ব নেন। পরের বছরের জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি, তারা শিশুদের স্বপ্ন বাস্তবায়নে সমর্থন প্রদান করে।
বিজ্ঞাপন
সংগঠনটির সদস্যরা বিশ্বাস করেন, প্রত্যেক শিশুরই ভালোবাসা এবং যত্ন প্রয়োজন। আর্থিক সহায়তার অভাবে শিক্ষার দিক দিয়ে কারোই পিছিয়ে থাকা উচিত নয়।
জেসিআই ঢাকা ইস্টের সভাপতি তাহসিন আজিম শেজানের দূরদর্শী নেতৃত্বে একটি দল এই কার্যক্রমের সূচনা করে। সাবেক স্থানীয় সভাপতি ও ন্যাশনাল সহ-সভাপতি, এজাজ মোহাম্মদ এবং করভি রকশন্দ, প্রতিষ্ঠাতা জাগো বাংলাদেশসহ স্পন্সরদের ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেসিআই ঢাকা ইস্টের স্থানীয় পরিচালক নাহিদা হক মুনা। কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সদস্য আহমেদ ইমতিয়াজ। এসময় সংগঠনটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মিনহাজ আহমেদ, সহ-সভাপতি মারুফ হোসেন, স্থানীয় প্রশিক্ষণ কমিশনার সানামা ফয়েজ, স্থানীয় পরিচালক তাহসিন জামান, স্থানীয় পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমেদুল এবং জেসিআই ঢাকা ইস্টের সাধারণ সদস্যরা বাচ্চাদের অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে শিশুদের হাতে উপহার ও টি-শার্ট হস্তান্তর করা হয়। সবশেষে, মুনা তার সমাপনী বক্তব্য দেন এবং জেসিআই ঢাকা ইস্টের পক্ষ থেকে শিশুদের তাদের স্বপ্ন পূরণের জন্য সমর্থন ও ভালোবাসা প্রসারিত করার প্রতিশ্রুতি দেন।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হলো ১৮-৪০ বছর বয়সী তরুণ সক্রিয় নাগরিকদের একটি বিশ্বব্যাপী সংস্থা। ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
এমএইচএস