রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সাদ্দাম মার্কেটের সামনে বাসের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উৎসব পরিবহনের বাসটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমারা কিছুক্ষণ আগে খবর পেয়েছি সাদ্দাম মার্কেটের সামনে উৎসব পরিবহনের বাসের ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, উৎসব পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এছাড়া দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে বিস্তারিত তথ্য এখনো আমরা পাইনি।

এমএসি/ওএফ