দোহার-নবাবগঞ্জের ১৯ ইউনিয়নে ভোট আজ
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবারই প্রথম ভোট হতে যাচ্ছে ঢাকার দোহার ও নবাবগঞ্জের ১৯টি ইউনিয়নে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে নানা কৌতূহল।
বিজ্ঞাপন
অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার কৈলাইল, নয়নশ্রী, যন্ত্রাইল, বান্দুরা, চুড়াইন, শিকারীপাড়া ও দোহার উপজেলার বিলাশপুর, নারিশা ইউনিয়নের একাধিক কেন্দ্র নিয়ে শঙ্কায় আছেন স্বতন্ত্র প্রার্থীরা। সুষ্ঠু ভোট হলে তারা জয় লাভ করবেন বলে আশা প্রকাশ করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে শঙ্কার কিছু নেই। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ র্যাব, বিজিপিসহ স্থানীয় প্রশাসনের নজরদারি বলবৎ রয়ছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে তৎপর রয়ছে প্রশাসনসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটাররা সকালে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেবে এ পরিবেশ এখনো বজায় আছে।
বিজ্ঞাপন
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণ যাতে ভোট দিতে পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে প্রশাসনের নজরদারি রয়েছে।
ফারুক আহমেদ/আইএসএইচ