সাগরিকায় তেলের কারখানায় আগুন
চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকায় জেসমিন ভেজিটেবল অয়েল নামে একটি তেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকরী পরিচালক ফারুক হোসেন সিকদার ঢাকা পোস্টকে বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তেলের কারখানায় আগুন লাগায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
বিজ্ঞাপন
ফারুক হোসেন সিকদার আরও বলেন, কারখানাটির তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ড কীভাবে হয়েছে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
কেএম/এসএম
বিজ্ঞাপন