করোনামুক্ত স্বাভাবিক জীবনের প্রার্থনা কবি নির্মলেন্দু গুণের
বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কয়েকদিন ধরেই কাশি এবং ঠান্ডাজনিত অন্যান্য উপসর্গ লক্ষ্য করছি। তবে অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে।
এর আগে রোববার (৩০ জানুয়ারি) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন: কোভিড-করোনা-ডেলটা শেষ করে আমি এখন ওমিক্রনের মুখে।
বিজ্ঞাপন
২০২০ সালের ১০ ফেব্রুয়ারি প্যারালাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ডাক্তারদের মতে আই টুক দি লাস্ট ট্রেন। আর কয়েক ঘণ্টা অক্সিজেনহীন থাকলে আমাকে বাঁচানো যেত না। আমার ফুসফুসের ১৫ শতাংশ এবং কিডনির কত শতাংশ যেন আক্রান্ত হয়ে গিয়েছিল। আমার কন্যা মৃত্তিকাকে ধন্যবাদ সে ল্যাব এইড হাসপাতালের অ্যাম্বুলেন্স পাঠিয়ে আমাকে জোর করে হাসপাতালে তুলে নিয়ে গিয়েছিল। অন্যথায় আমি অবশ্যই হাসপাতালে যেতাম না।
চার দিন চার রাত ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে থেকে, বিরতিহীন অক্সিজেন ও স্যালাইন নিয়ে আমি কোনোক্রমে প্রাণে বাঁচি। ২০ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে মুক্তি লাভ করে মেয়ের বাসায় কিছুদিন কাটিয়ে ১৫ মার্চ আমার কামরাঙ্গীর চরের নিজ বাড়িতে ফিরে আসি। তারপর থেকে নিজগৃহে আমি স্বেচ্ছাবন্দি হয়ে আছি।
বিজ্ঞাপন
আগামী ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আমার আইসোলেশনের দুই বৎসর পূর্ণ হবে। আমার প্রিয়জনদের শুভ কামনা আমার জন্য সর্বদাই আছে জানি। তবু চাই আপনারা আমার জন্য প্রার্থনা অব্যাহত রাখুন, যেন তীরে এসে তরী না ডোবে। যেন এই নিষ্ঠুর করোনা-সাগর পাড়ি দিয়ে, গৃহবাস সমাপ্ত করে আমি এবং আমরা সবাই স্বাভাবিক জীবনে বেরিয়ে আসতে পারি। আমরা এখন যে জীবন-যাপন করে চলেছি তাকে স্বাভাবিক জীবন বলে না। সকলের মঙ্গল হোক। সর্বে সত্তা সুখিনা ভবন্ত।
পিএসডি