কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের পর এবার সরকারি করা হলো ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

সোমবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৬ জানুয়ারি থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণ করা হলো। এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্য কোথাও বদলি হতে পারবে না।

৩১ জানুয়ারি কলেজটি সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হলেও ২৬ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি সরকারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এএজে/এমএইচএস