বনশ্রীর মধ্যপাড়ায় বস্তিতে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বনশ্রীর মধ্যপাড়া বস্তির টিন শেডের ঘরে যে আগুন লেগেছিল, তা সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তাদের কোনো কাজ করতে হয়নি। এর আগেই আগুন নিভে গেছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা আজ (মঙ্গলবার) বেলা ১১টা ৫ মিনিটে বস্তিটিতে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট বেলা ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু আমাদের ইউনিটগুলোর কোনো কাজ করতে হয়নি। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পায়নি ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
এমএসি/এইচকে