যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. মাসুদ হালাদার ও মো.জালাল উদ্দিন রুমই। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার দক্ষিণ সিটি কর্পোরেশন ডাম্পিং সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
বিজ্ঞাপন
গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইওভার ব্রিজের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে কয়েকজন অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুদ ও জালালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতাররা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
জেইউ/এমএইচএস