নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ১৯ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারযোগে কুমিল্লা থেকে ঢাকার দিকে মাদকের একটি চালান নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

একটি প্রাইভেটকারযোগে মাদক ব্যবসায়ী মমিন মিয়া মজুমদার (৪৮), মো. শরীফ মিয়া (২০) ও মো. জাহিদুল (১৮) যাওয়ার পথে তাদের তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মাদক ব্যবসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদ কিনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এসকেডি