রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে শেখ রাসেল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সোলার প্যানেলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

আগুনের কারণ ও হতাহতের সংবাদ এখনও জানা যায়নি বলে জানান শাহজাহান সিকদার।

এআর/এমএইচএস