গফরগাঁওয়ের সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মোহাম্মদ আবুল হাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় নিজ বাড়িতে ও সকাল ১১টায় গফরগাঁও সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

এদিকে ভাষা সৈনিক মোহাম্মদ আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

রাষ্ট্র প্রধান এক শোক বার্তায় ভাষা সৈনিক আবুল হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম আবুল হাশেম ১৯৭০ ও ১৯৭৩ সালে ২ বার এমপি নির্বাচিত হন।

পিএসডি/এমএইচএস