শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মানিকচাঁদ গ্রামে ‘সেচ পাম্প স্থাপনে বাধা দেওয়ায়’ কৃষক শফিউদ্দিন প্রতিবাদ স্বরূপ নিজের ফসলের জমিতেই ফাঁসির মঞ্চ বানিয়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে দাবি করেছে জাতীয়তাবাদী কৃষক দল। আর এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠন। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তাদের দাবি, স্থানীয় প্রভাবশালীরা সেচ পাম্প স্থাপনে বাধা দেওয়ায় ওই কৃষক আত্মহত্যা করেছেন। 

সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। 

কৃষক দলের দুই নেতা এই ঘটনাকে ‘নির্মম ও মর্মান্তিক’ উল্লেখ করে এতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

এএইচআর/এইচকে