চট্টগ্রামের বন্দর থানার কলসী দিঘীর উত্তরপাড় এলাকায় অভিযান চালিয়ে রুপন শীল নামে ভুয়া এক চিকিৎসককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানিয়েছে, আটক রুপন শীল এমবিবিএস ডাক্তার সেজে ১০-১২ বছর ধরে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। নিজেকে ডিগ্রি পাস দাবি করলেও কোনো সনদ দেখাতে পারেননি তিনি। 

শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে শনিবার ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি আনোয়ার হোসেন ভূইয়া। তিনি বলেন, রীমা মেডিকেল হল নামে ওষুধের একটি দোকান থেকে রুপন শীলকে আটক করা হয়েছে। প্যাড তৈরি করে তিনি তাতে রোগীদের ব্যবস্থাপত্র দিতেন তিনি। 

তিনি আরও বলেন, রুপনের ফার্মেসি ও চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। জটিল রোগের চিকিৎসার কথা বলে এমবিবিএস ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি এক ব্যক্তি রুপন থেকে চিকিৎসা নিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন বলেও জানতে পেরেছি।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আটক রুপনকে চট্টগ্রামের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/আরএইচ