সড়কের পাশেই ফুটপাতে রাখা ছিল নির্মাণ সামগ্রী, এতে পথচারী চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। সড়ক-ফুটপাতে নির্মাণ সামগ্রী না রাখতে বারবার বলা হলেও রাজধানীর উত্তরা এবং কাফরুল এলাকায় বেশ কিছু নির্মাণাধীন ভবনের মালিকরা এ নির্দেশনা মানেননি। যে কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচালিত অভিযানে এসব নির্মাণাধীন ভবনের মালিককে গুনতে হয়েছে জরিমানা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন উত্তরা এবং কাফরুল এলাকায় পরিচালিত অভিযানে এমন বেশ কয়েকটি ভবনের মালিককে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উত্তরা-কাফরুল এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা।

অভিযান প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানান, সড়ক-ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে উত্তরা ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পাশাপাশি এসব অনিয়মের অভিযোগে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।

এএসএস/এসকেডি