চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতালের গোল চত্বর থেকে তাদের আটক করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরির চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। এ বিষয়ে উপ-পুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।  

আটক দুইজন হলেন; ২৬ নং ওয়ার্ডের সরকারি স্টাফ আশু চক্রবর্তী ও আউটসোর্সিং কর্মচারী মো. সৈয়দ।

জানা গেছে, সোমবার দুপুরে আউটসোর্সিং স্টাফ সৈয়দ আহমেদ একটি  ব্যাগে নিয়ে ওয়ার্ড থেকে হাসপাতালের মূল ফটক দিয়ে বের হওয়ার সময় সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে আটক করে। পরে পাশে দাঁড়িয়ে থাকা আশু দৌড়ে পালানোর সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকেও আটক করে। পরে ব্যাগ থেকে সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

কেএম/এসকেডি