প্রতীকী ছবি।

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার বৌদ্ধ মন্দিরের বিপরীতে অজ্ঞাত বাসের ধাক্কায় মো. হাবিবুল্লাহ শেখ (২৫) নামে এক টাইস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুল্লাহর শ্যালক রাব্বি ঢাকা পোস্টকে বলেন, হাবিবুল্লাহ একজন টাইলস মিস্ত্রি। সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে তিনি মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, হাবিবুল্লাহর বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার খাবাশপুর এলাকায়। তার বাবার নাম মো. আসাদ আলী শেখ।

গুরুতর আহত অবস্থায় হাবিবুল্লাহকে উদ্ধার করে নিয়ে আসা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ঢাকা পোস্টকে বলেন, কোন বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমাদের টিম কাজ করছে। সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এইচকে