অসহায়, হতদরিদ্র, নিঃস্ব, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক কুমন। জানুয়ারির বিভিন্ন সময়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২২’-এর আওতায় নিজেদের বাড়তি শীতবস্ত্র দান করার মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন ব্র্যাক কুমনের অভিভাবক, শিক্ষার্থী, ব্র্যাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আড়ংয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকার বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে এই বস্ত্রগুলো বিতরণ করেন ব্র্যাক কুমনের সদস্যরা। এছাড়া শীতবস্ত্রের বড় একটি অংশ পাঠানো হয় দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে।

এই ক্ষুদ্র আয়োজনে সর্বমোট ৬ হাজার ৫২২টি শীতবস্ত্র সংগ্রহ এবং বিতরণ করে ব্র্যাক কুমন।

এমএইচএস