অনুমোদনবিহীন-মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব অপরাধে ১০টি খাদ্যসামগ্রীর দোকানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, র‌্যাব-৪ এর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বিএসটিআইর ফিল্ড অফিসারের (সিএম) সহযোগিতায় সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত গুলশান-১ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআইর অনুমোদনবিহীন পণ্য এবং পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করে পণ্য মজুদ, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১০টি খাদ্য সামগ্রীর দোকানের মালিক ও ম্যানেজারকে জরিমানা করেন আদালত।

এর মধ্যে মেসার্স মুনিবার ট্রেডার্সের মালিক সৈয়দ মাহফুজ আলীকে মেসার্স রাইয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিবুল আলমকে এক লাখ টাকা, মেসার্স কামাল জেনারেল স্টোরের মালিক সৈয়দ মোশেদুর রহমানকে দেড় লাখ টাকা, নাদিম এন্টারপ্রাইজের মালিক নোমান সিদ্দিককে সোয়া লাখ টাকা, মক্কা ট্রেডার্সের মালিক আরমান হোসেন রিয়াজকে এক লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মো. ইউছুফকে ৭৫ হাজার টাকা, মৃধা এন্টারপ্রাইজের মালিক শাহ নেওয়াজ চৌধুরীকে ৫০ হাজার টাকা, ওমর ট্রেডার্সের মালিক সৈয়দ মাহফুজ আলীকে এক লাখ টাকা, ফারুক ট্রেডার্সের ম্যানেজার ইকবাল হোসেনকে এক লাখ টাকা এবং নেওয়াজ এন্টারপ্রাইজের ম্যানেজার শরিফুল ইসলামকে এক লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জেইউ/জেডএস