বৃষ্টি হওয়ার পর শীতের দাপট কিছুটা বাড়তে পারে। এছাড়াও আবহাওয়ার পরিস্থিতি যেকোনো সময়ে পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে

দেশে কমেছে শীতের দাপট। বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। শৈত্যপ্রবাহের রেশ না কাটতেই দেশের অধিকাংশ এলাকাতে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। ইতোমধ্যেই রংপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের ৬ বিভাগের কিছু কিছু জায়গায় থেমে থেমে হালকা থেকে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, রংপুর থেকে এ গুড়ি গুড়ি বৃষ্টি ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পরবে। আজ ও কাল দেশের বিভিন্ন এলাকায় এ রকম আবহাওয়া পরিস্থিতি থাকবে। তবে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টি হওয়ার পর শীতের দাপট কিছুটা বাড়তে পারে। এছাড়াও আবহাওয়ার পরিস্থিতি যেকোনো সময়ে পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার তথ্যে আবহাওয়া অফিস জানায়, সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.।

আজ সকাল পর্যন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থার তথ্যে বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশেপাশে অবস্থান করছে। এর বাহিরের অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশেপাশে রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে।

একে/এমএইচএস