বকেয়া রাজস্ব পরিশোধ না করায় মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের চারটি টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি রাজস্ব বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

 সূত্রে জানা গেছে, টাওয়ার স্থাপন বাবদ নির্ধারিত রাজস্ব না দেওয়ায় ডিএসসিসির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এমন চিঠির প্রেক্ষিতে রবির পক্ষ থেকে দুই মাস সময় চেয়ে ফিরতি আরেক চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ঢাকা পোস্টকে জানান, রবিকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছিল। এরই প্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি তারাই আবার ফিরতি চিঠি পাঠিয়ে দুই মাস সময় চেয়েছে।

জানা গেছে, আইন ও তফসিল অনুযায়ী সিটি করপোরেশন মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে অর্থ প্রাপ্য হলেও এ বিষয়ে উদ্যোগের অভাবে করপোরেশন এ খাত থেকে আগে তেমন অর্থ আদায় করতে পারেনি। আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০(৪.২৯৭) ধারা অনুযায়ী করপোরেশন এলাকায় মোবাইল ফোন অপারেটরগুলো তাদের টাওয়ার-বিটিএস ব্যবহারে সংশ্লিষ্ট বাড়ির মালিকের সাথে যে চুক্তি সম্পাদন করে থাকেন, সম্পাদিত সেই চুক্তির ছয় ভাগের এক ভাগ অর্থ কর্পোরেশনকে প্রদান করতে হয়। 

ইতোপূর্বে এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই সিটি করপোরেশন মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে বড় অংকের রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছিল। প্রথমবারের মতো এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সেবা প্রদানকারী মোবাইল ফোন অপারেটরগুলোকে ডিএসসিসির রাজস্ব বিভাগ হতে পত্র প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোবাইল টাওয়ার ব্যবহার বাবদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ৯ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৩৮৫ টাকা বকেয়া অর্থ পরিশোধ করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। অন্যদিকে ৫ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৭৪৮ টাকা পরিশোধ করেছে বাংলালিংক। তবে টাওয়ার ব্যবহার বাবদ সিটি করপোরেশনের পাওনা বকেয়া রেখেছে রবি।

এএসএস/ওএফ