পলাশীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর শাহবাগ থানার পলাশীতে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াসিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক মানিক মিয়াকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আটক কাভার্ডভ্যান চালক মানিক মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহত ওই যুবক একটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। তবে সে আমার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছিলেন কি না সেটা আমি বলতে পারব না। আমি তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমি আহমেদ ফ্যাশন লিমিটেডের কাভার্ড ভ্যান চালক। আমার কোন দোষ নেই কিন্তু পুলিশ আমাকে আটক করেছে। আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারলাম না।
নিহত ইয়াসিনের ভাগ্নে মুরাদ ঢাকা পোস্টকে বলেন, আমি খবর পেয়ে ঢাকা মেডিকেল আসি। আসার কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহত ইয়াসিন পেশায় একজন খাবার ডেলিভারি বয় ছিলেন। বর্তমানে সে হাজারীবাগ থানার জিগাতলা এলাকায় থাকতেন। তার বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে থানা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা মানিক মিয়া নামে ওই কাভার্ড ভ্যান চালককে আটক করেছি। তদন্ত চলছে বিষয়টি পরে জানানো হবে।
এসএএ/আইএসএইচ