সংসদে উপস্থাপনের জন্য বাণিজ্য সংগঠন বিলের রিপোর্ট চূড়ান্ত
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য বাণিজ্য সংগঠন বিল, ২০২২ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আ. ক. ম বাহাউদ্দীন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খান, সুলতানা নাদিরা, আগাখান মিন্টু ও আবুল হাসেম খান সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় ‘বাণিজ্য সংগঠন বিল, ২০২২’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর সংসদে সংশোধিত আকারে বিলটির রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বাণিজ্য মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।
এনএফ