বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য বাণিজ্য সংগঠন বিল, ২০২২ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।

কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আ. ক. ম বাহাউদ্দীন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খান, সুলতানা নাদিরা, আগাখান মিন্টু ও আবুল হাসেম খান সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ‘বাণিজ্য সংগঠন বিল, ২০২২’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর সংসদে সংশোধিত আকারে বিলটির রিপোর্ট  উপস্থাপনের সুপারিশ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বাণিজ্য মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।  

এনএফ