রাজধানীর সবুজবাগে লাবণী আক্তার (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশ কনস্টেবল অভিজিৎ বিশ্বাসের স্ত্রী।

শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় সবুজবাগ থানা পুলিশ।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, লাবনী আক্তার ও অভিজিৎ বিশ্বাস দুজন আলাদা ধর্মের। গত বছর তারা বিয়ে করেন। এর আগেও লাবনী আক্তারের বিয়ে হয়েছিল। সেই ঘরে তার ৯ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। 

লাবনী আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ সদস্য অভিজিতের সদ্য বদলি হয়েছে চট্টগ্রাম বিভাগে। আগের সংসারের সন্তান গত রাতে তার খালুর বাসায় চলে যায়। স্বামী চট্টগ্রামে বদলি হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। তারা যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাসায় অনেক টাকা ভাড়া জমে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

লাবণী খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে, অভিজিতের বাড়ি মাদারীপুরে। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। স্বামী অভিজিৎ এখনো এসে পৌঁছাননি।

এসএএ/আরএইচ