শাহবাগে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট মাজারের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে হাইকোর্ট মাজারের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলে, আশপাশের লোকমুখে জানতে পারি তিনি ভবঘুরে ছিলেন। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি জানা যাবে।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস