বাংলাদেশের পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ ক‌রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পর্যটন খাতে একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতা অর্জনে শুধু বৈচিত্র্যই আনবে না, দেশের অর্থনীতির সক্ষমতাও বাড়াবে।

দুবাই এক্সপোতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ‘এক্সফ্লোর মুজিব বাংলাদেশ-এ হিডেন গেম অব ট্যুরিজম ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সে‌মিনা‌রে ড. মো‌মেন দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি‌দের পর্যটক হিসেবে বাংলাদেশে আসার পরামর্শ দেন।

তি‌নি ব‌লেন, দেশের অনেক পর্যটন কেন্দ্র এখনও বৈশ্বিক ভ্রমণকারীদের জন্য অপরিচিত রয়ে গেছে। 

মোমেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যকে ব্র্যান্ড হি‌সে‌বে তু‌লে ধরার ক্ষেত্রে প্রবাসী‌দের ভূমিকা রাখার আহ্বান জানান।

সেমিনারে বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ও আমিরা‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর উপস্থিত ছি‌লেন।

এনআই/এমএইচএস