মা টাকা না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচরের মোহাম্মদবাগ এলাকায় মায়ের ওপর অভিমান করে মো. ইয়াসিন হোসেন ইমন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত ইয়াসিনের বোন আফসানা ঢাকা পোস্টকে বলেন, গতকাল মায়ের কাছে কিছু টাকা চেয়েছিল। মা টাকা না দিলে অভিমান করে রুমের দরজা বন্ধ করে রাখে। পরে তাকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খুলেনি। একপর্যায়ে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসিন কামরাঙ্গীরচরের মোহাম্মদবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। চার ভাই-বোনের মধ্যে ইমন ছিলেন সবার ছোট।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।
এসএএ/এসএসএইচ